টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু ভাইবা প্রশ্ন এবং তার উত্তর:- Farid Uddin , Farid68, faridtt68

 


টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু

ভাইবা প্রশ্ন এবং তার উত্তর:-
১.প্রথম আবিস্কার করা ন্যাচারাল ফাইবার
এর নাম কি?
উত্তর: wool ফাইবার।
২.প্রথম আবিস্কার করা crop ফাইবার এর
নাম কি?
উত্তর : ফ্লাক্স ফাইবার
৩.প্রথম আবিস্কার করা সিননথেটিক অথবা
মেন মেইড ফাইবার এর নাম কি?
উত্তর: পলি এমাইড ফাইবার। Nylon Fibre.
৪.সকল ফাইবারের কিং বলা হয় কোন
ফাইবার কে?
উত্তর: কটন ফাইবার Cotton
৫.কোন ফাইবার কে ফাইবারের রাণী বলা
হয়?
উত্তর: সিল্ক ফাইবার Silk
৬.ডিসপোজাল গার্মেন্টস কি?
উত্তর: এক বার ব্যবহার করা গার্মেন্টস কে
বলা হয়।
৭.ফাইবার ফিজিকেলী কত প্রকার?
উত্তর: ২ প্রকার । স্টেপল ফাইবার &
ফিলামেন্ট ফাইবার।
৮.weft নিটিং এর স্টিচ কয়টি?
উত্তর: ৩টি
প্লেইন নিট স্টিচ, পার্ল স্টিচ & রিব স্টিচ।
৯.কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া
যায়?
উত্তর: গ্রে কটন, ব্লিচ কটন & কালার অথবা
ডাইড কটন ফেব্রিক।
১০.প্লাই ইয়ার্ন কি?
উত্তর: ২ বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক
বা টুয়েস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া
যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।
১১. কমবেড & কার্ডেড ইয়ার্ন এর মধ্যে
কোনটা বেশি ব্যবহার করা হয় বেশি?
উত্তর: কার্ডেড ইয়ার্ন
১২.সিংগেল & ডাবল জারসির মধ্যে
কোনটির কারলিং টেনডেনছি প্রপারটিজ
শো করে?
উত্তর: সিংগেল জারসি।
১৩.কাকে স্পিনিং এর আত্মা বলা হয়?
উত্তর: কার্ডিং
১৪.ডাইং এর আত্মা বলা হয় কাকে?
উত্তর: স্কাওরিং & ব্লিচিং।
১৫.বাটনের সাইজ কোন একক দিয়া মাপা
হয়?
উত্তর: লাইন।
১৬.কত ধরনের ডাইং মেথড আছে & কি কি?
উত্তর: স্টোক ডাইং, টপ ডাইং, ইয়ারন
ডাইং, পিচ ডাইং, গারমেন্টস ডাইং &
ডোপ ডাইং মেথড।
১৭. কি কি ধরনের কেমিক্যাল প্রছেছ
ব্যবহার করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে?
উত্তর: স্কাওরিং, ব্লিচিং, ব্লিচ ক্লিন
আপ, ডি-সাইজিং, ফেব্রিক সফেনিং &
মার্সারাইজেশন
১৯. বাইন্ডার কখন ব্যবহার করা হয়?
উত্তর: পিগমেন্ট ডাইং, ফ্লোরোসেন্ট
ডাইং & প্রিন্টং
২০.পিগমেন্ট কালার ফিক্সট করার জন্য কি
প্রসেস ব্যবহার করা হয়?
উত্তর: কিউরিং।
২১. মার্সারাইজেশন এর মেইন উদেশ্য কি?
উত্তর: ফেব্রিকের শক্তি, উজ্জলতা,
এবজরবেনসি বাড়াতে সাহায্য করে।
২২.মার্সারাইজ করা হয় কোন কাপড়ে?
উত্তর: ওভেন কাপড়ে।
২৩. হেয়ারিনেস দুর করা হয় কোন প্রসেস?
উত্তর: ওভেন সিনজিং & নিট কাপড় বায়ো-
টেকনোলজি।
২৪.ডেনিম কাপড় ডাইং করা হয় কোন ডাইছ
দিয়া?
উত্তর: ভেট ডাইড, সালফার ডাইজ।
২৫. ভেট ডাইজের রাবিং ফাস্টনেস কত?
উত্তর: ২-৩
২৬.কালার থিওরী কয়টি & কি কি?
উত্তর: ২টি, পিগমেন্ট & লাইট থিওরী
২৭.কি দিয়া সব ধরনের কাপড় কালার করা
যায়?
উত্তর: পিগমেন্ট।
২৮. টেমপোরারী ওয়াটার হার্ডনেস
কিভাবে দুর করা যায়?
উত্তর: বাই হিটিং।
২৯.ড্রাফটের লিমিট কত স্প্রিড ফ্রেমের?
উত্তর: ৩০-৬০
৩০.ডেনিমের সুতা বানানো হয় কি থেকে?
উত্তর: ডিরেক্ট স্লাইভার থেকে।
৩১.মসলিন কাপড়ের কাউন্ট কত?
উত্তর:৩০০ Ne
৩২.স্লাইভার এর কাউন্ট কত?
উত্তর: ০.১ Ne
৩৩.রবিং এর কাউন্ট কত?
উত্তর: ১-৩ Ne
৩৪.পপলিনের কাউন্ট কত?
উত্তর: 40 Ne
৩৫.লংগির কাউন্ট কত?
উত্তর:৩০ Ne
৩৬.নরমাল শার্টের কাউন্ট কত?
উত্তর: ৩০-৪০
৩৭. ভয়েল ফেব্রিকের কাউন্ট?
উত্তর: ৬০
৩৮.ড্রইং মেশিনের কাজ কি?
উত্তর: ড্রইং , ডাবলিং & ড্রাফটিং।
৩৯.সিমপ্লেক্স মেশিনের ইনপুট & আউট পুট
কি?
উত্তর: ড্রইং স্লাইভার - রবিং
৪০.রিং ফ্রেম মেশিনের ইনপুট & আউটপুট
কি?
উত্তর: রবিং - ইয়ার্ন
৪১. ড্রোইং মেশিনের ইনপুট & আউটপুট কি?
উত্তর: স্লাইভার।
৪২.কম্বার মেশিনের ইনপুট & আউটপুট কি?
উত্তর: লেপ - স্লাইভার।
৪৩.সুপার লেপ ফরমার মেশিনের ইনপুট &
আউটপুট কি?
উত্তর: ড্রইং স্লাইভার - লেপ।
৪৪.ড্রইং মেশিনে কয়টি কেম ফিট করতে
হয়?
উত্তর: ৬-৮টি।
৪৫.রিং ফ্রেম মেশিনের ওয়েস্ট কে কি
বলে?
উত্তর: pneumafil
৪৬. কম্বার মেশিনের ওয়েস্ট কে কি বলা
হয়?
উত্তর: noile এইটা ১২-১৮% হতে পারে।
৪৭. ডাইং এর ইম্পরটেন্ট বিষয় কয়টি?
উত্তর: ২টি , কালার ফাস্টনেস & কালার
মেচিং
৪৮.সেল্ফ শেড কি?
উত্তর: ১টি মাত্র ডাইছ দিয়া কাপড় রং
করাকে সেল্ফ শেড বলে।
৪৯.টোনাল ডিফারেন্স কি?
উত্তর: ১টি কালারের সাথে অন্য কালারের
টোন পার্থক্য কে বলে।
৫০. নেপ কাউন্ট কি?
উত্তর: ১ইঞ্চ স্কায়ার এ যতটা নেপ থাকে
তাকে বলে।
৫১. ডাইং এর ইউটিলিটজ কি কি?
উত্তর: পাম্প, জেনেরেটর, বয়লার, গ্যাস....
৫২.টেক্স্যটাইল ফাইবারের মিনিমাম
স্ট্রেনথ কত?
উত্তর: 6 CN/TEX
৫৩.কটন এর MR% মানে ময়সচার রিগেইন %
কত?
উত্তর: ৮.৫%
৫৪. উল এর MR% কত?
উত্তর: ১৬%
৫৫.পলিএস্টার এর MR% কত?
উত্তর: ০.৪%
৫৬.সিল্ক এর MR% কত?
উত্তর: ১১%
৫৭. টু-ইস্ট কত প্রকার?
উত্তর: ২ প্রকার, S & Z twist
৫৮.রিং ইয়ারন কোন টু-ইস্ট এ বানন হয়?
উত্তর: Z twist
৫৯.রোটর ইয়ারন কোন টুইস্ট প্রসেস?
উত্তর: S twist
৬০. ইন-ডাইরেক্ট সিস্টেমে কি ফিক্সট
থাকে?
উত্তর: ভর ফিক্সট।
৬১.কটন এর ফাইননেস কি দিয়া নির্ধারন
করা হয়/ /
উত্তর: মাক্রোনিয়ার ভ্যালু।
৬২. স্টেপল লেংথ কি?
উত্তর: ফাইবারের এভারেজ লেংথ কে বলা
হয় স্টেপল লেংথ।
৬২. পিচ কি?
উত্তর: ১টি নিডেল থেকে অন্য ১টি
নিডেলের ডিসটেন্স কে পিচ বলে।
৬৩.নিটিং কত প্রকার?
উত্তর: ২ প্রকার, warp & weft knitting.
৬৪.warp knitting এর ইলিমেন্ট কি কি? উত্তর:
নিডেল, কেম, সিনকার, গাইড।
৬৫. weft knitting এর ইলিমেন্ট কি কি?
উত্তর: নিডেল, সিনকার, কেম।
৬৬.কত সেট সুতা ব্যবহার করা হয় নিটিং
করতে?
উত্তর : ১ সেট সুতা।
৬৭. কত সেট সুতা ব্যবহার করা হয় ওইভিং
করতে?
উত্তর : ২ সেট সুতা।
৬৮. নিডেল কত প্রকার?
উত্তর: ৩ প্রকার। লেচ নিডেল, বিয়ারড
নিডেল, কমপাউন্ড নিডেল।
৬৯.নিটের কাপড় কত ধরনের হয়?
উত্তর: ২ ধরনের, cutting & sew knit wear.
৭০. নিটিং এর স্টিচ কত প্রকার?
উত্তর: ৩ প্রকার। নিট স্টিচ, টাক স্টিচ &
মিস স্টিচ।
৭১.কেম কত প্রকার?
উতর: types of cam - 1.stitch cam 2.rising cam.
3.Guard cam 4. Upthrow cam

No comments

Technology Net

New Photo Farid Uddin

Farid Uddin  

Powered by Blogger.