বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর






প্রশ্ন : চর্যাপদ যে ছন্দে লেখা উত্তর : মাত্রাবৃত্ত।
প্রশ্ন : সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন উত্তর : কাহ্নপা।
প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে ভাগ করেছেন উত্তর : ২ ভাগে।
প্রশ্ন : ‘কবিকণ্ঠহার’ যে কবির উপাধি উত্তর : বিদ্যাপতি।
প্রশ্ন : ‘মহাভারত’র প্রথম অনুবাদক উত্তর : কবীন্দ্র পরমেশ্বর।
প্রশ্ন : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উত্তর : ১৯৫২ সালে।
প্রশ্ন : ‘লিপিমালা’ রচনা করেন উত্তর : রামরাম বসু।
প্রশ্ন : ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদক উত্তর : দীনেশরঞ্জন দাশ।
প্রশ্ন : ‘রক্তকবরী’ নাটকটির রচয়িতা উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা উত্তর : শ্রীকান্ত ।
প্রশ্ন : ‘আকাশ নীলা’ কবিতার রচয়িতা উত্তর : জীবনানন্দ দাশ।
প্রশ্ন : কবি জসীমউদ্দীনের জীবনকাল উত্তর : ১৯০৩-১৯৭৬ ইং।
প্রশ্ন : সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উত্তর : একটি নিরীক্ষাধর্মী উপন্যাস।
প্রশ্ন : জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক উত্তর : জহির রায়হান।
প্রশ্ন : ‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ? পঙক্তিটির রচয়িতা
উত্তর : কৃষ্ণচন্দ্র মজুমদার।
প্রশ্ন : কাজী নজরুল প্রথম ঢাকায় আসেন উত্তর : ১৯২৬ সালে।
প্রশ্ন : ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতা উত্তর : ফররুখ আহমেদ।
প্রশ্ন : ‘গাড়ি চলে না, চলে না, চলে নারে’- গানের গীতিকার উত্তর : শাহ আবদুল করিম।
প্রশ্ন : কবি শামসুর রাহমান জন্মগ্রহণ করেন উত্তর : ঢাকা জেলায়।
প্রশ্ন: অনামিকা নামের রহস্য উপন্যাসের লেখক কে? উত্তর: শাবলু শাহাবউদ্দিন
প্রশ্ন : নন্দিত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের ‘দেয়াল’ উত্তর : একটি রাজনৈতিক উপন্যাস।
প্রশ্ন : ‘হুলিয়া’ কবিতার রচয়িতা উত্তর : নির্মলেন্দু গুণ।
প্রশ্ন : ‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য উত্তর : মুক্তিযুদ্ধ।
প্রশ্ন : ‘ঠকচাচা’ চরিত্রটি যে উপন্যাসের উত্তর : আলালের ঘরের দুলাল।
প্রশ্ন : বাংলা কাব্যের ‘চিত্ররূপময়’ কবি উত্তর : জীবনানন্দ দাশ।
প্রশ্ন : ‘কপালকুণ্ডলা’ চরিত্রটির রচয়িতা উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : ‘দৃষ্টিহীন’ যে লেখকের ছদ্মনাম উত্তর : মধুসূদন মজুমদার।
প্রশ্ন : ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়ক উত্তর : ইমাম হোসেন।
প্রশ্ন : ‘তিথিডাের’ গ্রন্থের রচয়িতা উত্তর : বুদ্ধদেব বসু।


FARID UDDIN
faridtt68

No comments

Technology Net

Learning Lift UK Information || UK Student Visa Hub Bangladesh | UK Students Visa Support | learninglift.co.uk

Learning Lift UK Information || UK Student Visa Hub Bangladesh | UK Students Visa Support  learninglift.co.uk At Learning Lift UK , we are d...

Powered by Blogger.