টেক্সটাইল এর ভাইবা কিছু প্রশ্ন ও উত্তর ।

 টেক্সটাইল এর ভাইবা কিছু প্রশ্ন ও উত্তর :-


প্রশ্ন – ১. ওয়েট প্রসেসিং শব্দের অর্থ কি?

উত্তরঃ সিক্ত প্রক্রিয়া।


প্রশ্ন – ২. ওয়েট প্রসেসিং কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৩ ভাগে। যথাঃ ক. প্রি-ট্রিটমেন্ট, খ. ডাইং ও প্রিন্টিং, গ. ফিনিশিং।


প্রশ্ন – ৩. ডাইং কাকে বলে?
উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থের মাধ্যমে টেক্সটাইল দ্রব্যকে রঙিন করার প্রক্রিয়াকে ডাইং বলে।


প্রশ্ন – ৪. প্রিন্টিং কাকে বলে?
উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থ দ্বারা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে কাপড়ের স্থান বিশেষে কোন নির্দিষ্ট ডিজাইন ফুটিয়ে তোলাকে প্রিন্টিং বলে।


প্রশ্ন – ৫. ফিনিশিং কাকে বলে?
উত্তরঃ টেক্সটাইল দ্রব্যের সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়াকে ফিনিশিং বলে।


প্রশ্ন – ৬. সাবান বলতে কি বুঝ?
উত্তরঃ সম্পৃক্ত ও অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ধাতব লবণকে সাবান বলে।


প্রশ্ন – ৭. ডিটারজেন্ট কি?
উত্তরঃ যে কেমিক্যালের সাহায্যে টেক্সটাইল দ্রব্য হতে ময়লা, ধুলাবালি, তৈল, চর্বি ও অন্যান্য অপদ্রব্য দূর করা হয়, তাকে ডিটারজেন্ট বলে।


প্রশ্ন – ৮. প্লেট সিনজিং মেশিনের গতি কত?
উত্তরঃ ২৫০ থেকে ৪০০গজ প্রতি মিনিটে।


প্রশ্ন – ৯. ডিসাইজিং কাকে বলে?
উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বুননকৃত কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ দূর করা হয় এবং কাপড়ে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে ডিসাইজিং বলে।


প্রশ্ন – ১০. এনজাইম কি?
উত্তরঃ এক ধরনের জৈব প্রভাবক।


প্রশ্ন – ১১. কটনে সেলুলোজের শতকরা হার কত?
উত্তরঃ শতকরা ৯৪ থেকে ৯৭ ভাগ।


প্রশ্ন – ১২. স্কাওয়ারিং কাকে বলে?
উত্তরঃ যে সিক্ত প্রক্রিয়ায় অ্যালকালি সহযোগে টেক্সটাইল দ্রব্য হতে তেল, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য দূড় করা হয়, তাকে স্কাওয়ারিং বলে।


প্রশ্ন – ১৩. ব্লিচিং কাকে বলে?
উত্তরঃ যে রাসায়নিক প্রক্তিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ স্থায়ীভাবে দূর করে দ্রব্যটিকে সাদা ধবধবে করা হয়, তাকে ব্লিচিং বলে।


প্রশ্ন – ১৪. পিগমেন্ট কি?
উত্তরঃ এক ধরনের রং বা কালারি বস্তু।


প্রশ্ন – ১৫. পানিতে দ্রবণীয় তিনটি ডাই স্টাফের নাম লিখ।
উত্তরঃ ক. ডাইরেক্ট ডাই,
খ. রি-অ্যাকটিভ ডাই, গ. অ্যাসিড ডাই।


প্রশ্ন – ১৬. পানিতে অদ্রবণীয় তিনটি ডাই স্টাফের নাম লিখ।
উত্তরঃ ক. ভ্যাট ডাই, খ. সালফার ডাই, গ. ডিসপার্স ডাই।


প্রশ্ন – ১৭. তিনটি ওয়েটিং এজেন্ট এর নাম লিখ।
উত্তরঃ ক. টি.আর ওয়েল, খ. মনোপল, গ. লিসাপল।


প্রশ্ন – ১৮. অ্যাসিড ডাই কি?
উত্তরঃ সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং কোন কোন ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ।


প্রশ্ন – ১৯. অ্যাসিড ডাই এর তিনটি বাণিজ্যিক নাম লিখ।
উত্তরঃ লিউরাজল, স্যান্ডোফাস্ট, স্যাপরাসেন।


প্রশ্ন – ২০. ভ্যাট বলতে কি বুঝ?
উত্তরঃ প্রকৃতি থেকে প্রাপ্ত ইন্ডিগো কালারকে যে বিশেষভাবে নির্মিত কাঠের পাত্রে দ্রবণীয় করা হত, তাকে ভ্যাট বলে।


প্রশ্ন – ২১. ভ্যাট ডাই কোন শ্রেণীর ফাইবার রং করতে ব্যবহৃত হয়?
উত্তরঃ সেলুলোজিক ফাইবার, তবে প্রোটিন ফাইবারও রং করা যায়।


প্রশ্ন – ২২. ভ্যাটিং কি?
উত্তরঃ যে পদ্ধতিতে অদ্রবণীয় ভ্যাট ডাইকে বিভিন্নভাবে দ্রবণীয় করা হয়, তাকে ভ্যাটিং বলে।


প্রশ্ন – ২৩. ভ্যাট ডাই-এ লবণের কাজ কি?
উত্তরঃ ফাইবারের প্রতি ডাই এর আকর্ষণ বৃদ্ধি করা।


প্রশ্ন – ২৪. ভ্যাট ডাই এর দিটি বাণিজ্যিক নাম লিখ।
উত্তরঃ ক. অ্যালগোসল, খ. ইন্ডিগোসল।


প্রশ্ন – ২৫. ভ্যাট ডাই এর সংজ্ঞা দাও।
উত্তরঃ যে ডাইকে ভ্যাট নামক পাত্রে সোডিয়াম হাইড্রোসালফাইড বা হাইড্রোজ (রিডিউসিং এজেন্ট) এবং সস্টিক সোডা দ্রবণে ক্রিয়া করে দ্রবণীয় করতে হয়, তাকে ভ্যাট ডাই বলে।


প্রশ্ন – ২৬. ডিসপার্সিং ডাই দ্বারা কোন কোন ফাইবার রং করা যায়?
উত্তরঃ নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রাইলিক ইত্যাদি ফাইবার।


প্রশ্ন – ২৭. বর্তমানে কোন ডাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ রি-অ্যাকটিভ ডাই।


প্রশ্ন – ২৮. রি-অ্যাকটিভ ডাই এর তিনটি বাণিজ্যিক নাম লিখ।
উত্তরঃ ক. প্রসিওন এম, খ. প্রসিওন এইচ, গ. সিবাক্রোন।


প্রশ্ন – ২৯. প্যাকেজ কাকে বলে?
উত্তরঃ সুতা যার উপর জড়ানো থাকে তাকে প্যাকেজ বলে।


প্রশ্ন – ৩০. টেক্সটাইল দ্রব্যকে কি কি আকারে ডাইং করা যায়?
উত্তরঃ ক. ফাইবার আকারে বা লুজ আকারে, খ. সুতা আকারে, গ. কাপড় আকারে, এবং ঘ. পিস গুড (পোশাক) আকারে।


প্রশ্ন – ৩১. কটন কাপড় ডাইং এর জন্য কোন মেশিন বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ জিগার ডাইং মেশিন।


প্রশ্ন – ৩২. উইঞ্চ ডাইং মেশিনে কি ধরনের কাপড রং করা হয়?
উত্তরঃ নিটেড কাপড়।






  #টেক্সটাইল_ডাইং

No comments

Technology Net

Learning Lift UK Information || UK Student Visa Hub Bangladesh | UK Students Visa Support | learninglift.co.uk

Learning Lift UK Information || UK Student Visa Hub Bangladesh | UK Students Visa Support  learninglift.co.uk At Learning Lift UK , we are d...

Powered by Blogger.