গার্মেন্টস কোয়ালিটির কাজ শিখতে সবার আগে মেজারমেন্ট ভালো ভাবে জানতে হবে

 মেজারমেন্ট টেপ সম্পর্কে:

গার্মেন্টস কোয়ালিটির কাজ শিখতে সবার আগে মেজারমেন্ট  ভালো ভাবে জানতে হবে ৷ মেজারমেন্ট ছাড়া কোয়ালিটির কোন মুল্য নেই গার্মেন্টস জগতে ৷ সুতরাং মেজারমেন্ট জানতে হলে আগে মেজারমেন্ট টেপ সম্পর্কে ভালো জানতে হবে ৷ দেখুন নিচের দিকে মেজারমেন্ট টেপ সম্পর্কে A to Z তুলে ধরা হয়েছে ।


মেজারমেন্ট:

মেজারমেন্ট একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ পরিমাপ, পরিমান কিংবা মাপ। মেজারমেন্ট এর ইংরেজি বানান Measurement. ইংরেজি Measure (পরিমাপ করা) থেকে এসেছে।

Measurement. কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা ওজন।

বা অন্য কিছুর যে মাপ নেয়া হয় সেটাই

মেজারমেন্ট ৷



মেজারমেন্ট বলতে কি বোঝ ?

উওরঃ মেজারমেন্ট অর্থ হচ্ছে পরিমাপ করা ! যে কোন পণ্যের গুণগত মান ও মাপ সঠিক রাখার জন্য মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।


একটা মেজারমেন্ট টেপকে কয় ভাগ করা হয়? 

একটা মেজারমেন্ট টেপকে ২ ভাগে ভাগ করা! হয় ।  

(১) ইঞ্চি (২) সিএম


•  একটা মেজারমেন্ট টেপ-এ কয় ইঞ্চি


একটা মেজারমেন্ট টেপ-এ ৬০ ইঞ্চি ৷


 একটা মেজারমেন্ট টেপ-এ সি এম & মিলিমিটার আছে?


১৫০ সি,এম এবং ১৫০০ মিলিমিটার আছে। 


১ ইঞ্চিকে আবার ৮ ভাগে ভাগ করা হয় এবং ১ সিএম কে ১০ ভাগে ভাগ করা হয়। 

(বায়ার স্পেক  শীট অনুযায়ী মেজারমেন্ট করতে হবে।)





আমরা জানি সাধারনত:

  • ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
  • ১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
  • ১২ ইঞ্চি = ১ ফুট
  • ৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ
  • ৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার

  

ইঞ্চি মেজারমেন্ট :


*১ম অংশ ৮ ঘরের সুত্র:

  1. ১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার
  2. ১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মিলিমিটার
  3. ২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মিলিমিটার
  4. ৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার
  5. ৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মিলিমিটার
  6. ৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার
  7. ৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মিলিমিটার
  8. ৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার


২য় অংশ ১৬ ঘরের সুত্র:

  1. ১/১৬ ইঞ্চি = ১/২ (আধা সুতা) বা ১.৫৯ মিলিমিটার
  2. ৩/১৬ ইঞ্চি = ১. ১/২ (দেড় সুতা) বা ৪.৭৬ মিলিমিটার
  3.  ৫/১৬ ইঞ্চি = ২. ১/২ (আঁড়াই সুতা) বা ৭.৯৪ মিলিমিটার
  4. ৭/১৬ ইঞ্চি = ৩. ১/২  (সাড়ে ৩ সুতা) বা ১১.১১ মিলিমিটার
  5. ৯/১৬ ইঞ্চি = ৪. ১/২  (সাড়ে ৪ সুতা) বা ১৪.২৯ মিলিমিটার
  6. ১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ (সাড়ে ৫ সুতা) বা ১৭.৪৬ মিলিমিটার
  7. ১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ (সাড়ে ৬ সুতা) বা ২০.৬৪ মিলিমিটার
  8. ১৫/১৬ ইঞ্চি = ৭. ১/২ সাড়ে ৭ সুতা বা ২৩.৮১ মিলিমিটার






হাজারের মাপ:

  • o ১২৫ = ১ সুতা বা  ১/৮
  • o ২৫০ = ২ সুতা বা  ১/৪
  • o ৩৭৫ = ৩ সুতা বা  ৩/৮
  • o ৫০০ = ৪ সুতা বা  ১/২
  • o ৬২৫ = ৫ সুতা বা  ৫/৮
  • o ৭৫০ = ৬ সুতা বা  ৩/৪
  • o ৮৭৫ = ৭ সুতা বা  ৭/৮
  • o ১০০০ = ৮ সুতা বা  ১ ইঞ্চি



 

১টি মেজার্মেন্ট টেপ এ সাধারণত ৫ফুট বা ৬০ইঞ্চি বা ১৫০ সেন্টিমিটার বা ১৫০০ মিলিমিটার হয়: 

» ১ ইঞ্চি = ২.৫৫ সি.এম

» ১ সুতা = ০.৩১ সি.এম

» ২ সুতা = ০.৬৩ সি.এম

» ৩ সুতা = ০.৯৩ সি.এম

» ৪ সুতা = ১.২৭ সি.এম

» ৫ সুতা = ১.৫৫ সি.এম

» ৬ সুতা = ১.৮৬ সি.এম

» ৭ সুতা = ২.১৭ সি.এম

» ৮ সুতা = ২.৫৫ সি.এম


No comments

Technology Net

Learning Lift UK Information || UK Student Visa Hub Bangladesh | UK Students Visa Support | learninglift.co.uk

Learning Lift UK Information || UK Student Visa Hub Bangladesh | UK Students Visa Support  learninglift.co.uk At Learning Lift UK , we are d...

Powered by Blogger.